পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আর বেসরকারি অ্যাম্বুলেন্স রাখা যাবে না এমন সিদ্ধান্ত জানিয়ে ২৪ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা।
শনিবার (২৪মে) জারিকৃত এক অফিস আদেশে বলা হয়, হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স যত্রতত্র রাখার ফলে রোগী পরিবহন ও চলাচলে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গত ২৩ মে ঢাকায় রেফারকৃত এক রোগী পরিবহনের সময় ঢাকার একটি অ্যাম্বুলেন্সকে স্থানীয় অ্যাম্বুলেন্স মালিক সমিতির বাধার সম্মুখীন হতে হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
এ পরিস্থিতিতে, ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল প্রাঙ্গণ থেকে সব বেসরকারি অ্যাম্বুলেন্স সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, এই পদক্ষেপের ফলে রোগীসেবা আরও শৃঙ্খলাপূর্ণ ও নির্বিঘ্ন হবে।