সাফল্যের ধারাবাহিকতায় ১ যুগ পূর্তি উদযাপন করেছে লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাব।
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের বাগবাড়ি ঐতিহ্য কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ,প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পাভেল, সাবেক সভাপতি মোশতাকুর রহমান,শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, যুবদল সভাপতি হুমায়ুন কমিশনার, সেক্রেটারি সৈয়দ রাশিদুল হাসান লিংকন সহ স্থানীয় নেতৃবৃন্দ , সুধী জন ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।
এ সময় জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ। নিরপেক্ষ সংবাদ উপস্থাপনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের এই ১ যুগের যাত্রা সাংবাদিকতার অগ্রযাত্রায় একটি মাইলফলক।”
অনুষ্ঠানে বক্তারা ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যদের অবদান স্মরণ করেন এবং আগামীর সাংবাদিকতা আরও পেশাদার ও দায়িত্বশীলভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।