বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্যে দিয়ে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে আবারো দলের সঙ্গে যুক্ত হলেন গাজীপুর মহানগর বিএনপিসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মোট ২৯ জন নেতা-কর্মী। দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে পূর্বে বহিষ্কৃত এ নেতাদের আবেদন পর্যালোচনায় তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানভীর আহম্মেদ, শহর বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোঃ ছবদের হাসান, প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপু, সদস্য মোঃ আবুল হাশেম, খায়রুল আলম, মোঃ মনির হোসেন (মাটি মুনির), বাসন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মনির, মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ১৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ রফিকুল ইসলাম রাতা, সদস্য আনোয়ার সরকার, ১১, ১২, ১৩, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজা আক্তার ও হাসিনা আক্তার বীথি, ৩৪ নম্বর ওয়ার্ড নেতা মোঃ মাহাফুজুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম এবং ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমসহ গাজীপুরের ১৫ নেতা-কর্মী আবারো দলীয় কাঠামোয় ফিরেছেন।

এছাড়াও, বরিশাল, দিনাজপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ এবং সিলেট জেলার নেতাদেরও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন, বরিশালের আব্দুস সালাম মৃধা, দিনাজপুরের রেজওয়ানুল ইসলাম রিজু, কুমিল্লার মোঃ রমিজ উদ্দিন লন্ডনী, দিলারা শিরিন, সুনামগঞ্জের আরিফুল ইসলাম জুয়েল, নারায়ণগঞ্জের এস এম আসলাম, হবিগঞ্জের সৈয়দ লিয়াকত হাসান, সিরাজগঞ্জের মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, টাঙ্গাইলের আব্দুল্লাহ আল-মামুন সিদ্দিকী, চাঁপাইনবাবগঞ্জের মোঃ কামাল উদ্দিন, ছাতকের মোঃ ইজাজুল হক রনি।

অন্যদিকে, স্বেচ্ছায় দলত্যাগ করা চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের পদত্যাগপত্রও প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম (মতি) এর স্থগিতাদেশ তুলে নিয়ে তাকে তার পদে বহাল করা হয়েছে।

এই পুনর্বহাল সিদ্ধান্তকে বিএনপির অভ্যন্তরীণ সংগঠনের পুনর্গঠন এবং দলীয় ঐক্য সুদৃঢ়করণের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞপ্তির মাধ্যমে পুনর্বহালদের সকলকে দলীয় আদর্শে শৃঙ্খলাবদ্ধ থেকে ভবিষ্যতে কাজ করার আহ্বান জানানো হয়েছে।