গাজীপুরের টঙ্গী পাগাড় এলাকার প্রখ্যাত প্রবীণ সংবাদপত্র পরিবেশক ও আনোয়ার সংবাদপত্র এজেন্সির মালিক আনোয়ার হোসেন (১০৪) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে শনিবার (১ নভেম্বর) রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাকিস্তান আমলের সূচনালগ্ন থেকেই সংবাদপত্র সরবরাহ পেশায় যুক্ত ছিলেন তিনি। ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত তাঁর “আনোয়ার সংবাদপত্র এজেন্সির মাধ্যমে তিনি টঙ্গী, উত্তরা, ঢাকা ক্যান্টনমেন্ট ও গাজীপুর অঞ্চলে দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন জাতীয় দৈনিকের পত্রিকা পাঠকদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।
দেশের সংবাদপত্র পরিবেশন ব্যবস্থার অগ্রণী এই মানুষটি তাঁর কর্মনিষ্ঠা, সময়ানুবর্তিতা ও পেশার প্রতি দায়িত্ববোধের কারণে সহকর্মীদের কাছে “প্রবীণ এজেন্ট আনোয়ার" নামে পরিচিত ছিলেন। সংবাদপত্র জগতে তাঁর অবদান স্থানীয় সংবাদকর্মী, পরিবেশক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিল।
তাঁর মৃত্যুতে সংবাদপত্র পরিবেশক মহল, সাংবাদিক সমাজ ও স্থানীয় বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যা ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (২ নভেম্বর) বাদ জোহর টঙ্গীর পাগাড় এলাকার নিজ বাড়ির সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।