আসাদুল হক পলাশ, নরসিংদী: প্রশাসন যেভাবে নিরপেক্ষ থাকার কথা,জনগণের পক্ষে থাকার কথা, জনগণের কথা বলার কথা,সেই প্রশাসন তা না করে একটি দলের পিছনে ঘুরে। প্রশাসনের অফিস গুলো একটি দলের অফিসে পরিণত হয়েছে। দুর্নীতি অবাধে চলছে, চাঁদাবাজিও অবাধে চলছে। এভাবে চলতে দেয়া হবে না, প্রশাসনকে আগামী নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে জনগণকে নির্ভয় দিতে হবে'।

গত শনিবার (১৫ নভেম্বর) সকালে পলাশ বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতের আয়োজনে সারাদেশে ফ্যাসিস্টদের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরবাইক র‌্যালি পূর্বসমাবেশে নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আমজাদ হোসাইন এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘিœত ও ফ্যাসিস্টদের গণহত্যার বিচার রুখে দিতে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা জনগণ ও জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে ফ্যাসিস্টদের এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হতে দেয়া হবে না।