আব্দুস সামাদ খাঁন, সিরাজগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা আমীর ও ৬৬, সিরাজগঞ্জ-৫ আসন কমিটির সদস্য সচীব আরিফুল ইসলাম সোহেল বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে যারাই ক্ষমতায় গিয়েছে, দেশমাতৃকার প্রতি দায়বদ্ধতা থেকে জাতির ভাগ্য পরিবর্তনে ঐসব অসৎ নেতৃত্ব জাতির ভাগ্য পরিবর্তনে কোন ভূমিকা রাখতে পারেনি। জাতির ভাগ্য পরিবর্তনে সৎ, যোগ্য ও আদর্শবান জামায়াত প্রার্থী আলী আলম সিরাজগঞ্জ-৫ আসনে বিকল্প নেই।

গত বৃহস্পতিবার, চৌহালী উপজেলার খাষ কাউলিয়া,খাষ পুখুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ভোট কেন্দ্র ভিত্তিক কমিটির গঠন উপলক্ষে আয়োজিত পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত ৩টি নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। চৌহালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আমীর মাওলানা আবু সালেহ মোহাম্মদ ছাঈদ এর সভাপতিত্ব অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল বাশার মিয়া চৌহালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুল হালীম আনসারী, জামায়াত নেতা রবিউল ইসলাম, শহীদুল ইসলাম, মাওলানা আমীর হামজা, ডাঃ গোমাল সারোয়ার, মাওলানা জয়নাল আবেদীন,মাস্টার গোলাম সারোয়ার, আব্দুল মালেক ও ছাত্রনেতা আব্দুল হাকিম প্রমুখ।

প্রধান অতিথি আসন সদস্য সচীব ও জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল আগামী ত্রয়োদশ নির্বাচনে ইসলাম ও জামায়াত প্রার্থী অধ্যক্ষ আলী আলম এর পক্ষে ব্যাপক জনমত গঠনে উপস্থিত কর্মীদেরকে চৌহালী উপজেলার নদী ভাঙন কবলিত এলাকার ভোটারের কাছে বার বার যাওয়া ও আলী আলম ভাইয়ের ছালাম ব্যাপক হারে পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান।