কুষ্টিয়া সংবাদদাতা : কুচ্ছিার কোর্টপাড়া এলাকার বারো শরীফ দরবারের সামনের বাড়ি থেকে এবং মিরপুর হাসপাতালের পাশের পরিত্যক্ত জায়গা থেকে অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী রাখার গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় আরো এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিত্বে লাশ উদ্ধার করে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানায়, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী রাখার গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় আরো এক অজ্ঞাত নারীর গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তার পরিচয় এবং কিভাবে কারা তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এবিষয়ে কাজ করছে পুলিশ।
অপরদিকে, কুচ্ছিা বারো শরীফ দরবারের সামনের বাড়ির উঠানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুচ্ছিা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কুচ্ছিা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, “সকালে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে এক নারী মরদেহ উদ্ধার করি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে এবং এটি হত্যাকান্ড নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। পরিচয় শনাক্ত করার জন্য আশেপাশের বিভিন্ন এলাকায় বার্তা পাঠানো হয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুচ্ছিা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।