কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে আন্ত ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন *শহর আমীর মাও আ ম ম আব্দুল হক,* প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম,* বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *জেলা শাখার সহকারি সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা এ কে এম সানাউল্লাহ, জেলা যুব কমিটির সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর শাখার নায়েবে আমীর বদরুজ্জামান রুবেল, শহর শাখার সেক্রেটারি আবু নাছের মোঃ নয়িম* সহ শহরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

শহর শাখার সহকারী সেক্রেটারি মাহফুজুল হক মাসুম-এর সঞ্চালনায় আলোচনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

সাতক্ষীরা সংবাদদাতা: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর যুব বিভাগের উদ্যোগে নানা আয়োজনে যুব দিবস পালিত হয়েছে।

১২ আগস্ট বিকাল সাড়ে ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা যুব বিভাগের সভাপতি উপা: ওমর ফারুক, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর যুববিভাগের সভাপতি আবু তালেব, সদর ডুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

সভায় বক্তরা বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়- বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই। বক্তরা আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি সু¯’ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‌্যালি বের হয়ে নিউমার্কেট মোড়, খুলনারোড মো হয়ে নারকেলতলা মোড় হয়ে পূনরায় শহীদ আব্দুর রাজ্জাক এসে মিছিলটি শেষ হয়।

ধুনট সংবাদদাতা : সারাদেশে আন্তর্জাতিক যুব দিবস পালনের অংশ হিসেবে বগুড়ার ধুনটেও দিবসটি পালিত হয়েছে। মঙ্গলবার ধুনট উপজেলা জামায়াতের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহীদ মিনার চত্তরে উপজেলা যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ।

এসময় বগুড়া জেলা জামায়ায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আব্দুল্লাহেল-বাকী, ধুনট উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ধুনট উপজেলা সভাপতি সজিব আহমেদ সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জামাতের ইসলামী যুব বিভাগের উদ্যোগে মঙ্গল বিকেলে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বাদ আছর উপজেলা জামাতের কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা জামাতের মজলিসের সুরার সদস্য ও উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মোঃ রুহুল আমিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের আমির মাওলানা মোঃ আল আমিন, হাফেজ মাওলানা হাফিজুর রহমান।

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফুলতলা মোড় এলাকায় এ কর্মসূচি ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জনসমাগমের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেম্বার জামাল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের টিম সদস্য রফিকুল ইসলাম রেজা, সাকিব জামানসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের যুব সমাজকে মানবসেবামূলক কাজে সম্পৃক্ত করতে জামায়াতে ইসলামী সব সময় কার্যকর ভূমিকা রেখে চলেছে। এই ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচিও তারই একটি অংশ। কর্মসূচিতে শতাধিক মানুষ তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন এবং রক্তদানে আগ্রহ প্রকাশ করেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে যুবদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।