মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের বিএনপি’র ৭০ জন নেতা কর্মীর জামায়াতে যোগদান করেছেন। এলাকা সূত্রে জানা যায়, সম্প্রতি মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গোপালপুর গ্রামের জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ইমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর- মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন আমীর মাওলানা মফিদুল ইসলাম, কানন শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুল জব্বার। অনুষ্ঠান শেষে জেলা জামায়াতের আমীরের হাতে হাত দিয়ে বিএনপি থেকে প্রায় ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী জামায়াতের যোগদান করেন। এ সময়ে জামায়াতের নেতাকর্মীরা স্লোগানে, স্লোগানে মুখরিত করেন এবং ফুল দিয়ে তাদের বরণ করে নিয়েছেন।
গ্রাম-গঞ্জ-শহর
মেহেরপুরের বিএনপি’র ৭০ জন নেতাকর্মীর জামায়াতে যোগদান
মেহেরপুরের বিএনপি’র ৭০ জন নেতা কর্মীর জামায়াতে যোগদান করেছেন। এলাকা সূত্রে জানা যায়