যশোর সংবাদদাতা: যশোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাছের ডাল ভেঙে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্প্রতি বাঘারপাড়া থানার ধলগা রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর হোসেন (৪৫)। তিনি কুমিল্লা জেলার রামগঞ্জ থানার পালিসালা গ্রামের মৃত হাবু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন যশোর কোতোয়ালি মডেল থানার গরিবশাহ সড়কে অবস্থিত কাজী ভবনে তার ফুফাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
জানা যায়, ঘটনার দিন বাঘারপাড়া থেকে ব্যক্তিগত কাজ শেষে বাসে করে যশোর শহরে ফেরার উদ্দেশ্যে ধলগা রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হঠাৎ রাস্তার পাশে থাকা একটি রেইন্টি কড়ই গাছের বড় ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।