রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর চরে চীনের আর্থিক সহায়তায় বিশ্বমানের ১০০০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য এলাকা পরিদর্শন করা হয়েছে।
রংপুরের ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সালের নেতৃত্বে হাসপাতাল নির্মাণ প্রকল্পে নিয়োজিত একটি প্রতিনিধি দল গত মঙ্গলবার জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর মৌজার চর কলাগাছি এলাকা পরিদর্শন করেন। এ সময় গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, স্থানীয় লক্ষীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
পরিদর্শক দল এ সময় চীনের আর্থিক সহায়তায় একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের লক্ষ্যে গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর তীরবর্তী লক্ষীটারী ইউনিয়নের মহিপুর মৌজার চর কলাগাছি এলাকার ১০০ একর পরিত্যক্ত খাস জমির মধ্যে ২০ একর জমি অধিগ্রহরে লক্ষ্যে প্রাথমিক সাম্ভব্য এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এরপ্রেক্ষিতে পরবর্তীতে চীনা প্রতিনিধিদল সরেজমিন প্রস্তাবিত বিশ্বমানের ১০০০ শয্যা বিশিষ্ট ঐ হাসপাতাল নির্মাণের উৎকৃষ্ট এই এলাকা পরিদর্শন করবেন। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা সাংবাদিকদের জানান, এই এলাকায় চীনের আর্থিক সহায়তায় নদী ভাঙন কবলিত মানুষসহ দেশের উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের জন্য ইতোমধ্যে চীনা একটি প্রতিনিধিদল চরের সম্ভাব্য এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন। এটি বাস্তবায়ন হলে একদিকে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার বিশাল দ্বার উন্মোচিত হবে। অপরদিকে বিপুল সংখ্যক অবহেলিত জনগোষ্ঠি উপকৃত হবে। এ লক্ষ্যে চীনা কর্তৃপক্ষ রংপুর বিভাগের এই এলাকায় বিশ্বমানের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের পরিকল্পনা গ্রহণ করেছে। ভৌগোলিক অবস্থান ও বিভাগীয় সদর দপ্তরের বিবেচনায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর মৌজার চর কলাগাছি এলাকায় প্রস্তাবিত এই হাসপাতাল নির্মানের জন্য নির্ধারণ করা হয়েছে।