নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : ‎নেছারাবাদ উপজেলার নদীর পূর্ব এবং পশ্চিম পাড়ে পারাপারের অন্যতম মাধ্যম ফেরি পারাপার। শীতকালে নদীর পানি কম হাওয়ায় ফেরি ঘাটটি দিয়ে চলাচলে কোন সমস্যা হয় না। কিন্তু আষাঢ, শ্রাবণ ও ভাদ্র এই তিন মাসে ভরামৌসুমে পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে অতিবিবাহিত হলেও ফেরি ঘাটটি না জাগানো/ওঠানোর কারণে জোয়ারের পানিতে স্বরূপকাঠি পৌর অংশ দীর্ঘ সময় ডুবে থাকে। এতে করে পথচারি এবং যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিদিন নেছারাবাদ উপজেলার বাইরেও নাজিরপুর এবং পিরোজপুর অঞ্চলে যাতায়াতের জন্য এই রুটটি ব্যবহার করা হয়। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করে। নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দর থাকায় কোম্পানির অসংখ্য মালবাহী গাড়ি যাতায়াত করে এবং উপজেলার প্রশাসনিক কার্যক্রম, ফায়ার সার্ভিস এবং থানা পূর্ব পাড়ে হওয়ায় পশ্চিম পাড়ের জনসাধারণ মোটরসাইকেল ও ইজিবাইকে করে উপজেলায় যাতায়াত করেন। প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ না করায় পথচারীরা প্রতিনিয়তই ক্ষোভ প্রকাশ করছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি রোডস এন্ড হাইওয়েকে বিষয়টি অবগত করার আশ্বাস দেন এবং দুর্ভোগ লাঘবের চেষ্টার কথা জানান।