আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে কেজি স্কুলের ৯ম শ্রেনীর এক ছাত্রী (১৪) কে অপহরণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভিকটিমের মা আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির পুশিন্দা গ্রামে সুমিত্রা রানী বাদি হয়ে পাশের দত্তবাড়ি গ্রামের মাহবুবের ছেলে মো: জয় (১৬) তার বাবা মাহবুর (৪০) ও আবুল হোসেনের ছেরে সুমন (৩০) এ বিরুদ্ধে আদমদীঘি থানায় এ অভিযোগ করেন।
অভিযোগে জানাযায়, আদমদীঘি উপজেলার পুশিন্দা গ্রামের ওই স্কুল ছাত্রী বিদ্যালয় ও কোচিংয়ে যাওয়া আসার সময় জয় নামের উক্ত কিশোর মো: জয় উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। ঘটনা জানার পর ছাত্রীর পরিবার থেকে মো: জয় পরিবারকে অবগত করেন। এরপর কোন সুরাহা না করে উপরন্ত ক্ষিপ্ত হয়ে গত ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাবার পথে মুরইল বাজারের সামনে রাস্তায় পৌঁছিলে তার ইচ্চার বিরুদ্ধে জয়সহ অপর সহযোগিরা জোড়পুর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান অভিযোগ পাওয়া নিশ্চিত করে বলেন একজন দারোগাকে তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজার পান্ডার গাঁও ইউনিয়নের প্রভাবশালী বখাটের বিরুদ্ধে শিশু ধর্ষণের চেষ্টার মামলা করার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এক নিরীহ পরিবার। নি¤œআদালতে জামিন নামঞ্জুর হওয়ায় অভিযুক্ত পক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ডাউকেরখাড়া গ্রামের ইলিয়াছ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৫) একই গ্রামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
গৌরনদী (বরিশাল) বরিশালের গৌরনদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতের নাম উম্মে হানিয়া বিথী (৩৫)। তিনি এক সন্তানের জননী।
পরিবার সূত্রে জানা গেছে, বিথী গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী এবং দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম সিকদারের মেয়ে।
গত বৃহস্পতিবার মানসিক ভারসাম্যহীন বিথী বাবার বাড়ি দক্ষিণ বিজয়পুর গ্রামে(পালরদী স্কুল অ্যান্ড কলেজের সামনে)খালে গোসলে নামেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিস খবর দেয় । গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, সকাল ৯টার দিকে খালে গোসলে নেমে আর উঠতে পারেননি বিথী। স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর আড়াইটার দিকে খাল থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। (২১ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে মৌচাক ইউনিয়নের মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তি হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাত ভাই গ্রামের মৃত মগা মিয়ার ছেলে কফিল উদ্দিন (৫০)। সে কালিয়াকৈর পৌরসভাস্থ দিঘীরপাড় বটতলা এলাকায় বাসা ভাড়া থাকে।
আইনশৃঙ্খলা সভা
রামপাল (বাগেরহাট) : রামপালে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ আগস্ট রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন সরকার, রামপাল থানার ওসি আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. তাহিদুল ইসলাম, রামপাল পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. কামাল হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, রামপাল উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক মাজেদুর রহমান জুয়েল, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী খালিদ নোমান প্রমুখ। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। এর পাশাপাশি নদী-খালের বাঁধ অপসারণ, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, অনিয়ন্ত্রিতভাবে গরুর মাংশ বিক্রি বন্ধ, বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ, মডেল স্কুলের ট্যাঙ্কি চুরি ও রামপাল সরকারি কলেজের দক্ষিণ পাশে ভাঙ্গন রোধে আলোচনা করা হয়।
দ্বিবার্ষিক সম্মেলন
রংপুর সংবাদদাতা : রংপুর মহানগর বিএনপির আওতাধীন ৩২ নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন গত সোমবার রাতে নগরমীরগঞ্জ বাজারস্থ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্রকুর আনশরীফ থেকে তেলওয়াত করেন হাফেজ মিজানুর রহমান মিলন। পরে জাতীয় ও বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়রযুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য শাহিনুল ইসলাম শাহীন, শামসুদ্দোহা সাজু, আবু আলীমিঠু, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, যুবদলের মহানগর কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, স্বে”ছাসেবক দল মহানগর কমিটির সদস্য সচিব নুরহাসান সুমন, ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, রংপুর সদর উপজেলা স্বে”ছাসেবক দলের সাবেকযুগ্ম আহবায়ক ও তামপাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, ৩২ নং বিএনপি নেতা ও সাবেক তামপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাকু, যুবদল তামপাট ইউনিয়ন শাখার সাবেকসভা পতি রফিকুল ইসলাম রফিকুল, বিএনপি নেতা সহিদুল ইসলাম, তামপাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিলন মিয়া প্রমুখ।
হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হোসেনপুর উপজেলার নতুন বাজার ঈদগাহ মাঠে সম্মেলনটি শুরু হয়। এ সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনস্থলে যোগ দেন। হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক মো: জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।