বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। গত ২০ ডিসেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ফেডারেশনের ১০১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ মেয়াদে দ্বি-বার্ষিক সময়ের জন্য দায়িত্ব পালন করবে।
গুরুত্বপূর্ণ এ পদে মোঃ আবদুল্লাহ্ মৃধার নির্বাচিত হওয়ায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মোঃ আবদুল্লাহ্ মৃধা বলেন, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মাধ্যমে তাঁর ওপর অর্পিত এই দায়িত্ব তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন এবং এটি তাঁর জন্য সহকর্মীদের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার এক উজ্জ্বল প্রতীক।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গত বছরের ৫ নভেম্বর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রজ্ঞা, সততা ও মানবিক নেতৃত্বের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর ন্যায়সংগত ও সহানুভূতিশীল ভূমিকা সহকর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আস্থা তৈরি করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব), খন্দকার শফিকুল হাসান রতন এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার, কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম