বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

সম্প্রতি উপজেলার রাজাপুর ইউনিয়নের মিরপুর গ্রামের দক্ষিণগ্রাম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি ও বুড়িচং থানা পুলিশ সহায়তা করে।

অভিযানে নাবালক মিয়ার ছেলে জিয়াউর রহমানের ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে কৌশলে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় অভিযুক্ত জিয়াউর।

এ সময় দক্ষিণগ্রাম এলাকায় বিভিন্ন মোটরসাইকেল তল্লাশি করা হয়। জনসম্মুখে ধূমপান ও বিভিন্ন অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল চালক আহাদ হোসেনকে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে এক চা দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।