স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের উদ্যোগে এবং জাতীয় সদর দপ্তরের ডিজাস্টার রেসপন বিভাগের সার্বিক সহযোগিতায় ব্রিটিশ রেড ক্রসের অর্থায়নে আয়োজিত ৪ দিনব্যাপী Unit Disaster Response Team (UDRT) Training বুধবার বিকেলে সমাপ্ত হয়েছে।

১০ আগস্ট শুরু হয়ে ১৩ আগস্ট পর্যন্ত চলা এই প্রশিক্ষণে ৫টি ব্যাচে মোট ২৫ জন যুব স্বেচ্ছাসেবক অংশ নেন। প্রশিক্ষণে বিশ্বব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ধারণা, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আর্তমানবতার সেবায় বিশ্বজুড়ে চলমান কার্যক্রম তুলে ধরা হয়।

রেডক্রস সোসাইটি

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান, কাজী সায়েদুল আলম বাবুল। সভাপতিত্ব করেন ইউনিট সেক্রেটারি, এ এম আশরাফ হোসেন টুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য, সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, নাবিল আল ওয়ালিদ। সঞ্চালনায় ছিলেন ইউনিট লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন। প্রশিক্ষণ পরিচালনা করেন জাতীয় সদর দপ্তর থেকে আগত ৩ জন অভিজ্ঞ প্রশিক্ষক।

প্রধান অতিথি কাজী সায়েদুল আলম বাবুল বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক সহায়তা প্রদান করে। এসব কর্মকাণ্ডে প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরাই মূল চালিকাশক্তি। তিনি আরও বলেন, ফার্স্ট এইড একটি জীবনঘনিষ্ঠ ও অপরিহার্য দক্ষতা, যা প্রত্যেকেরই জানা উচিত। দক্ষ যুবশক্তিই আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।