জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- ছাত্র-জনতার রক্ত¯œাত গণঅভ্যুত্থানের পরও দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা যায়নি। এর মূল কারণ রাজনৈতিক নেতৃত্বের সংকট। সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়। জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে। আগামী নির্বাচনে জামায়াত মনোনীত সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচনে জনমত গঠনে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এবার আর ভুল করবে না। তারা তাদের পবিত্র আমানতের সঠিক মূল্যায়ন করবে। মানুষ এবার জামায়াতকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়।

তিনি গত শুক্রবার রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২৩নং ওয়ার্ড জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ট্রেড ইউনিয়ন থানা-১ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শিক্ষাবিদ মাষ্টার সালেহ আহমেদের সভাপতিত্বে ও প্রভাষক মো. ফারুক মিয়ার সঞ্চালনায় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, শাহপরান পশ্চিম থানা আমীর মোহাম্মদ সাহেদ আলী ও সেক্রেটারি নজরুল ইসলাম। মো. জালাল উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত সমাবেশে ইসলামী সংগীত পরিবেশন করেন আইন আবেদিন লিসান ও মুজাদ্দিদ রব্বানী।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- শাহপরান থানা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল আহাদ সিদ্দিকী, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি মো. মুহিবুর রহমান শামিম, শাহপরান পশ্চিম থানা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আহমেদ আল মাসুদ, সরকারি তিব্বিয়া কলেজ সিলেটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মাসুকুর রহমান, উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাইরেক্টর মো. কাপ্তান মিয়া, শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন থানা-১ সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান আরো বলেন- আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে সিলেট বিভাগ আন্দোলন, ৪ দলীয় জোট আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের হল নামকরণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। এছাড়া শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কাজে নিজেকে সবসময় বিলিয়ে দিয়েছি। আমাকে নির্বাচিত করলে জীবনের শেষমুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যাবো।