উৎসবমুখর পরিবেশে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গাজীপুর শাখার উদ্যোগে উদযাপিত হলো গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শত শত প্রকৌশলীর উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
জেলা আইডিইবি’র আহ্বায়ক প্রকৌশলী খন্দকার আজমল হোসেন (সায়েম)–এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, সদস্য সচিব, অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি,প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক (ঢাকা অঞ্চল), প্রকৌশলী জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক (চট্টগ্রাম অঞ্চল), প্রকৌশলী এরশাদুল্লাহ যুগ্ম আহ্বায়ক (কুমিল্লা অঞ্চল)।
সাম্প্রতিক ভূমিকম্প বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইডিইবি’র প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী আবু খালিদ হাসান, যা উপস্থিত প্রকৌশলীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— প্রকৌশলী নাজিম সরকার, প্রকৌশলী মফিজুল ইসলাম মেহেদী, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী সোহেল রানা, নাদিম হোসাইন, আবসার উদ্দিন, ইসহাক পিকু, মো. মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী মাহফুজুর রহমান, মো. সাইফুল ইসলাম শুভসহ জেলা নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন— বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন এবং শিল্প প্রতিষ্ঠানের দক্ষ জনবল গঠনে ডিপ্লোমা প্রকৌশলীরা অবদান রেখে চলেছেন। তারা গাজীপুর আইডিইবি ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ, আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং প্রকৌশলীদের পেশগত সুরক্ষা–সুবিধাসহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
দেশ, জাতি ও প্রকৌশলী সমাজের মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। এরপর ছয় শতাধিক প্রকৌশলী ও অতিথি একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন, যা পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সুন্দর বার্তা ছড়িয়ে দেয়।