চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, বান্দরবান সদর উপজেলা ক্যান্টনমেন্ট পাড়া নিবাসী ওমর ফারুক ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি পিতা মাতা, স্ত্রী ও ২ সন্তানসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। গতকাল রাত ৯:৩০ মিনিটের সময় চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের জানাযায় ইমামতি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, রায়হানুল ফেরদৌস, ড. ইমাম হাসান, ইঞ্জিনিয়ার ওসমান গণি প্রমুখ।

উক্ত জানাজার নামাজের আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, অধ্যক্ষ নুরুন্নবী প্রমুখ। ওমর ফারুকের ইন্তিকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তায়ালা মরহুম ওমর ফারুকের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করুন। তার হিসাবকে সহজ করে দিন। তার কবরকে নূর দিয়ে আলোকিত করে দিন। নেতৃবৃন্দ মরহুম ওমর ফারুকের শোক- সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানান এবং তাঁর পরিবারের উপর আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। উল্লেখ্য, আজ বুধবার সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা নিজ বাড়িতে দ্বিতীয় নামাজের জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।