নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান-এর সঞ্চালনায় ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নেত্রকোনা (ডিডিএলজি) পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার,

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. মুখলেছুর রহমান খান, জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান (দৈনিক সংগ্রাম) প্রমুখ।