খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার খোকসায় গভীর রাতের বিশেষ অভিযানে পাটকাঠির গাদার নিচ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র থানার কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) ভোর ৪ টার দিকে কুষ্টিয়া সেনা ক্যাম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের সদস্যরা দুইটি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও তিনটি অব্যহৃত গুলি খোকসা থানা-পুলিশের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে সেনা সদস্যদের একটি দল ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওসমানপুর কলপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মৃত আশরাফ শেখের ছেলে আসাদুজ্জামান (২৪)–এর পাটকাঠির গাদার নিচ থেকে দুইটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিনটি গুলি, দেশীয় চাকু ও হাসুয়া উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও আলামত থানায় জমা দেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়দের মতে, গ্রামের পাটের গাদায় অস্ত্র লুকানো থাকার ঘটনা এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং ব্যবহারকারীদের শনাক্তে তদন্ত চলছে।