দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দির রায়পুর মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দোতলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী জানান তারা। আহত শিক্ষার্থী রুহেল সরকার জানায়, দুই দিন স্কুলে অনুপস্থিত থাকার পর আজ বুধবার স্কুলে উপস্থিত হলে শিক্ষক মুশফিকুর রহমান আমাকে দোতলা থেকে ধাক্কা দিয়ে নিচ তলায় ফেলে দেয়। আমার মাথায় প্রচন্ড আঘাত পেলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে আমাকে গৌরীপুর সরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয়। এ ব্যাপারে স্কুলের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ফোনকলে চেষ্টা করেও পাওয়া যায়নি। এ ঘটনায় স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
গ্রাম-গঞ্জ-শহর
ছাত্রকে দোতলা থেকে ফেলে দিলো শিক্ষক
কুমিল্লার দাউদকান্দির রায়পুর মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দোতলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়ার ঘটনায়