দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন হাজারো গাড়ি ছুটে চলে এ পথে। কিন্তু সোমবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী এলাকায় হঠাৎই থমকে যায় এক গরুবাহী ট্রাকের যাত্রা। পুলিশ পরিচয়ে এগিয়ে আসে একদল দুর্বৃত্ত। মুহূর্তেই বদলে যায় গরু ব্যবসায়ীদের ভাগ্য।
ট্রাকটি ছিল নড়াইলের ভাঙ্গুড়া বাজার থেকে কুমিল্লার চৌয়াড়া বাজারগামী। ট্রাকের নম্বর যশোর-ট-১১-৪৩৯৯। ভেতরে বোঝাই ১৯টি গরু, বাজারমূল্যে যার দাম প্রায় ১২ লাখ টাকা। সঙ্গে ছিল নগদ ২ লাখ ২০ হাজার টাকা। সব মিলিয়ে স্বপ্নের পুঁজি। কিন্তু সেটাই চোখের পলকে ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ট্রাক থামানোর পর গরুর মালিক, চালক ও হেলপারসহ ছয়জনকে তারা একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারে তুলে নেয়। এরপর চোখ, হাত-পা বেঁধে কুমিল্লার চৌদ্দগ্রামের গাংরা বাজার এলাকায় ফেলে রেখে যায়। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ট্রাক ও গরু নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়।
কিছুক্ষণ পর বাঁধন খুলে হতভম্ব ব্যবসায়ীরা থানার পথে ছুটে যান। তাদের কণ্ঠে তখন অসহায় চিৎকার—“সব শেষ হয়ে গেল, আমাদের সব নিয়ে গেল তারা।”
ভুক্তভোগীদের একজন টাঙ্গাইলের মধুপুরের সুরুজ মিয়া (৫০)। আরেকজন কুমিল্লার চৌদ্দগ্রামের মিজানুর রহমান বাবলু (৪৫)। সারা বছরের সঞ্চয়, ধারদেনা করে গরু কিনেছিলেন তারা। কিন্তু এক রাতেই সবকিছু হারালেন।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, “ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলছে।”
কিন্তু গ্রাম-গঞ্জের মানুষের মনে এখন একটাই প্রশ্নÑব্যবসায়ীরা কি ফিরে পাবেন তাদের স্বপ্নের গরু, নাকি এই ছিনতাই মহাসড়কে নিরাপত্তাহীনতার নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে?