আগামী ১৯ জুলাই শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বৃহত্তর জাতীয় গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা উত্তর অঞ্চলের অন্তর্গত মহানগর ও জেলা শাখাগুলোর থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক বিশেষ প্রস্তুতি ও আলোচনা সভা সোমবার বিকেলে গাজীপুরের স্থানীয় একটি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ।
ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আলহাজ্ব অধ্যক্ষ ইজ্জত উল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “এই সমাবেশ হচ্ছে একটি ঐতিহাসিক গণজমায়েতের প্রস্তুতি। দেশের চলমান রাজনৈতিক সংকট, অর্থনৈতিক দুরবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ অবস্থান ও দাবিসমূহ তুলে ধরতেই এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এ আন্দোলন হবে সর্বজনীন ও সর্বাত্মক।”
সভায় গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, টাঙ্গাইল জেলা ও মানিকগঞ্জ জেলা জামায়াতের থানা আমীর, নায়েবে আমীর, সেক্রেটারিসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে কর্মপরিকল্পনা নির্ধারণ করেন এবং প্রস্তুতি কার্যক্রম গতিশীল করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা খলিলুর রহমান মাদানী, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও সহকারী পরিচালক আবুল হাসেম খান, মাওলানা দেলোয়ার হোসাইন, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ, মানিকগঞ্জ জেলা আমীর ও জেলা পর্যায়ের অন্যান্য দায়িত্বশীলরা।সভায় অংশ নেওয়া সবাই বৃহত্তর গণজমায়েত সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা জানান, জনগণের গণতান্ত্রিক অধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনই হবে জামায়াতের পথ।