লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট হামিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুরাদ হাসানের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সম্প্রতি মাদ্রাসার সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তারা। মিছিল নিয়ে তারা দাসেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থীদের সঙ্গে সাবেক শিক্ষার্থী, এলাকাবাসী অভিভাবক ও শিক্ষকরাও অংশ নেয়। আন্দোলনকারীরা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম, আর্থিক দুর্নীতি, নিয়োগে অনিয়ম, পূর্বের কমিটির মাধ্যমে নিজের প্রভাব-আধিপত্য বিস্তার, মাদ্রাসার অব্যবস্থাপনা, নি¤œমুখী শিক্ষার মান ও বিয়ের নামে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কামরুল শামিম, ওমর ফারুক হৃদয় চৌধুরী, সাবেক শিক্ষার্থী খাদিজা আক্তার, সাইফুল ইসলাম, আলিম প্রথমবর্ষের ছাত্র আকরাম হোসেন, ফরহাদ হোসেন ও জান্নাতুল আফরিন।