স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর সিটি করপোরেশনের মাসিক সভা ও মাঠ পর্যায়ের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২৫ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করেন।

সভায় উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং চলমান কাজের গতি আরও বাড়ানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার পর প্রশাসক বিভিন্ন স্থান সরেজমিনে ঘুরে দেখে অগ্রগতি পর্যালোচনা করেন।

সোমবার বিকেল ৩টার দিকে তিনি গাজীপুরের জেলা প্রশাসক মোঃ আলম হোসেন–কে সঙ্গে নিয়ে কোনাবাড়ী থানাধীন জরুন পেয়ারাবাগান এলাকায় উচ্ছেদকৃত জমি পরিদর্শন করেন। এই জমিতে গড়ে উঠবে নতুন প্রাইমারি স্কুল, আধুনিক খেলার মাঠ,

এবং নাগরিক চাহিদা পূরণে কবরস্থান।

এ সময় স্থানীয় জনগণ প্রশাসকের কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি তা গুরুত্ব দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এর আগে প্রশাসক ইটা হাটা, মজলিসপুর (জোন–৬, ওয়ার্ড ১৩) এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেন।

এই প্রকল্পটি বাস্তবায়িত হলে গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনা হবে আধুনিক ও পরিবেশবান্ধব, পাশাপাশি শহর পাবে নবায়নযোগ্য বিদ্যুতের একটি নতুন উৎস।

পরিদর্শনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন—

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান,জেলা প্রশাসক মোঃ আলম হোসেন, সচিব মোঃ আমিন আল পারভেজ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক,প্রকৌশলী একে এম হারুন অর রশিদ, পিডি মোঃ লেহাজ উদ্দিন এবং সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।

পরিদর্শন শেষে প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন—

গাজীপুরের প্রতিটি ইঞ্চি জমি জনকল্যাণে ব্যবহার করতে চাই। স্কুল, খেলার মাঠ, কবরস্থান কিংবা বর্জ্য থেকে বিদ্যুৎ—সবকিছুই নাগরিক জীবনের মান উন্নয়নের জন্য। প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন—

গাজীপুরের উন্নয়ন এখন কাগজে নয়, মাঠেই দৃশ্যমান হবে। জনগণের চাহিদা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা প্রতিটি কাজ এগিয়ে নিচ্ছি।

পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ ও গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা প্রশাসকের এই ‍উদ্যোগকে সময়ের দাবি এবং মানুষের প্রত্যাশা পূরণের পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছেন।

শ্রেষ্ঠ বিভাগীয় কমিশনার নির্বাচিত জিসিসি প্রশাসকঃ

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী ২০২৪–২০২৫ অর্থবছরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিকদের ভূমিসেবা প্রদানে শ্রেষ্ঠ বিভাগীয় কমিশনার নির্বাচিত হয়েছেন। সরকারের পক্ষ থেকে তাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র প্রদান করেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অনুষ্ঠানে সারাদেশে নামজারি সিস্টেমের অটোমেটেড ভার্সন ২.১ উদ্বোধন ও ভূমিসেবা মোবাইল অ্যাপের আপডেট সংস্করণ উন্মোচন করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মকৃতি-ভিত্তিক পুরস্কারও প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লেইলার, এবং সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। সনদপত্রে স্বাক্ষর করেছেন ড. মুহাম্মদ ইউনুস ও আলী ইমাম মজুমদার।

ভূমি মন্ত্রণালয় তার সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেছে। উল্লেখ্য, তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং শহরের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।