ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশের রাজনীতি গভীর সংকটে নিমজ্জিত। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, ন্যায়বিচার অনুপস্থিত, আর রাষ্ট্র যন্ত্রকে দলীয়করণের মাধ্যমে একদলীয় কর্তৃত্ববাদ চাপিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সংবিধানসম্মত পথ হচ্ছে-জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন আয়োজন করা। পি.আর পদ্ধতি এমন একটি ব্যবস্থা, যেখানে জনগণের প্রতিটি ভোটের মূল্য আছে। এখানে ছোট-বড় সব দলই ভোটের আনুপাতিক হারে সংসদে আসন পায়। এজন্য পি.আর পদ্ধতি চালু করা ছাড়া বিকল্প নেই। একটি শক্তিশালী, প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ গঠন হয়, যা জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। মঙ্গলবার বিকেলে বগুড়ার শহীদ খোকন পার্কে ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি আ.ন.ম মামুনুর রশীদের সভাপতিত্ত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন প্রবীন আলেম আল্লামা আব্দুল হক আজাদ। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বগুড়া জেলার সভাপতি-মাওলানা আব্দুল মতিন, সহ-সভাপতি-অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, জয়েন্ট সেক্রেটারি- অধ্যাপক মুফতী এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সভাপতি-মুহ-াম্মাদ সোহরাব হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন এর সভাপতি-ফরহাদ হোসেন মন্টু, ইসলামী ছাত্র আন্দোলন এর সভাপতি ছাত্র নেতা নাঈম হাসান প্রমুখ।

মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই- রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়। সংসদীয় ব্যবস্থা শক্তিশালী, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করতে হবে। জনগণের সম্পদ বিদেশে পাচারকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর বলেন, জুলাই সনদ আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এটি ছিল রাজনৈতিক সংস্কারের জন্য জনগণের সঙ্গে করা একটি প্রতিশ্রুতি। কিন্তু আজ পর্যন্ত সেটি কার্যকর করা হয়নি। তাই আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর বলেন, আমরা জনগণের পক্ষে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই- এ দেশ কারও বাপ-দাদার সম্পত্তি নয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে আমরা ঘরে বসে থাকব না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে জনগণের অধিকার আদায় করবো, ইনশাআল্লাহ। মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম অন্তবর্তীকালীন সরকারকে দাবী করে বলেন, সংস্কার, বিচার ও পি.আর পদ্ধতিতে নির্বাচন আয়োজন অবশ্যই আপনাকে দিতে হবে, তাছাড়া আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিস্ট ফিরে আসবে।