‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরে গতকাল মঙ্গলবার বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও বিএসটিআই রংপুরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মোহাম্মদ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) সফিজুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গোলাম জাকারিয়া পিন্টু, ক্যাবের সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম। এতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই এর বিভাগীয় সহকারী পরিচালক মাহবুব রহমান সরকার।