জীবনের কঠিনতম মুহূর্ত পার করছে ২৬ বছরের তরুণ শাফায়াত ইসলাম। পিতা ইসলাম খানের একমাত্র সন্তান সে। গাজীপুর মহানগরের টঙ্গীর বড়বাড়ী এলাকার এই তরুণ দুটি বছর ধরে লড়ছে এক দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে। বিগত ১৪ মাস ধরে সে বিছানায় শয্যাশায়ী—একটি পা ক্রমশ চিকন ও অসাড় হয়ে পড়ছে।
চিকিৎসকরা জানিয়েছেন—যদি সময়মতো উন্নত চিকিৎসা করানো যায়, তাহলে শাফায়াত সুস্থ হয়ে উঠতে পারে, আবার নিজের পায়ে হাঁটতেও পারবে। কিন্তু দরিদ্র বাবা-মায়ের পক্ষে সেই ব্যয় বহন করা দূরের কথা, প্রতিদিনের ওষুধ কিনতেই হিমশিম খেতে হচ্ছে।
অসহায় পিতা ইসলাম খান চোখে জল নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন—একটি সম্ভাবনাময় প্রাণকে বাঁচানোর আকুতি নিয়ে। সন্তানের আর্তনাদ যেন তাকে প্রতিদিনই কুরে কুরে খাচ্ছে। যে সন্তানের হাত ধরে একদিন ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, আজ তাকেই হারানোর শঙ্কায় পিতা হারিয়ে ফেলেছেন সমস্ত শক্তি।
একটা সময় শাফায়াত ছিল পরিবারের গর্ব, বন্ধুদের হাসির কারণ। আজ সে নিঃশব্দ, নিস্তেজ, বিছানায় পড়ে থাকা এক প্রাণ যার দিকে অসহায়ের মতো চেয়ে থাকেন তার মা-বাবা। সমাজের সহানুভূতিশীল, হৃদয়বান মানুষের কাছে তাই পরিবারের একটাই অনুরোধ—
“আপনার একটি সাহায্য, একটি ভালোবাসা—শাফায়াতের জীবন বাঁচাতে পারে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
ইসলামি ব্যাংক, বোর্ড বাজার শাখা, হিসাব নং: ২৯৩৩৪
ঠিকানা: বড়বাড়ী, টঙ্গী, গাজীপুর মহানগর
ফোন: ০১৮৬৭৪৭০১৪৪
আসুন, আমরা হাত বাড়াই। একটি জীবন, একটি পরিবার—আপনার মানবিকতার প্রতীক্ষায়।