গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ ওঠায় স্থানীয় তৌহিদী জনতা প্রতিবাদ জানিয়েছে। শনিবার সকালে তারা হোটেলে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র মহাসড়কে ফেলে অগ্নিসংযোগ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের পাশে অবস্থিত ‘হোটেল প্রাইম ইন-এ অনৈতিক কার্যকলাপ চালানোর অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতা হোটেলের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী মহাসড়কে ফেলে আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) একেএম জহিরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর জন্য জলকামান ব্যবহার করে। প্রায় দেড় ঘণ্টা পর সকাল ৮:৪৫ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।