ডুমুরিয়া ফুলতলা উপজেলা কল্যান পরিষদের উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৫টায় মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদ সরদারের সভাপতিত্বে আবদুল কাইয়ুম ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক বিদেশ সম্পাদক ড. একরাম উদ্দীন সুমন, মাকসুদ মিলন, মাওলানা কামারুজ্জামান, আজহার গাজী, তাওহীদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই জনপদের কল্যাণে সকলকে যথাযথ ভূমিকা রেখে সমাজ পরিবর্তনের কাজ করতে হবে। ডুমুরিয়া ফুলতলা উপজেলাকে আদর্শ উপজেলায় পরিণত করতে সকলকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বৈষম্যমুক্তি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে আগামীর বাংলাদেশ গঠনে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।