শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আয়োজিত এই সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, ইতিহাসের প্রেক্ষাপট এবং জাতি গঠনে তাদের অবদানের নানা দিক গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
শনিবার রাতে গাজীপুর মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক জামাল উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোঃ খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম মোল্লা, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা শাখাওয়াত হোসাইন, অফিস সেক্রেটারি আবু সিনা মামুনসহ মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীরা যে আদর্শ, সততা ও দেশপ্রেমের দৃষ্টান্ত রেখে গেছেন, তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাদের আত্মত্যাগ স্মরণ করেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শোষণমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।