দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে মৎস্য প্রকল্পে চাঁদা না দেওয়ায় গুলী চালানো ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদ হাসান জুয়েল (৩০) নামে এক ব্যক্তি দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে গৌরিপুর ইউনিয়নের আঙ্গাউরা মৎস্য প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাছ চাষ করে আসছেন। এ সময় স্থানীয় শুটার নাঈমসহ কয়েকজন চাঁদা দাবি করে এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে তার ওপর হামলা চালায়।ভুক্তভোগী জাহিদ জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুটার নাঈম বিদেশি পিস্তল দিয়ে গুলি চালান, তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। এরপর হামলাকারীরা তাকে মারধর করে মাছ বিক্রির নগদ ৩ লাখ ২০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি সঙ্গে থাকা সুমনের কাছ থেকেও ১৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন (মূল্য ২৩ হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয়।অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা অস্ত্র ও লোহার পাইপ দিয়ে জাহিদ ও সাক্ষীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়, এতে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।জাহিদ দাবি করেন, শুটার নাঈম গ্রুপ বর্তমানে তাকে ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি নিজের ও সাক্ষীদের নিরাপত্তা এবং ঘটনার বিচার দাবিতে থানায় অভিযোগ করেন।এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”