নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব জামায়াতের উদ্যোগে বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ডা. এম. এ. মান্নান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
এছাড়াও বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. তোফায়েল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল এবং দেলদুয়ার উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক মির্জা দীপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. একেএম আব্দুল হামিদ বলেন, দেশ ও জাতির চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে যুব সমাজকে সংগঠিত হয়ে গণসংযোগ ও জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে ডা. এম. এ. মান্নান বলেন, ইসলামী আদর্শে আলোকিত যুব সমাজ গড়ে তুলতে দায়িত্বশীলদের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।