রংপুর অফিস : ফল উৎসব অনুষ্ঠিত হলো রংপুর মহানগরীর সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে। সম্প্রতি বিদ্যালয়ের “বেগম রোকেয়া মিলনায়তনে”- এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহ্ মোহাম্মদ সেলিম এবং বর্তমান সভাপতি অবসরপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা স্বাত্ত্বিক শাহ্ আল মারুফ। প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রাজিয়া ইসলাম, কমিটির সদস্য মাহমুদ কামাল, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রহমত আলম এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর রংপুর বিভাগীয় প্রতিনিধি সিনিয়র স্টাফ রির্পোটার মামুন ইসলাম।
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
শান্তিগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানের হল কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম, জেলা পশুসম্পদ কর্মকর্তা, সুনামগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নুরে আলম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার, শান্তিগঞ্জ উপজেলা।
পুরস্কার বিতরণ
ফুলবাড়ী, দিনাজপুর : ফুলবাড়ীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন মোঃ নুর আলম ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পুরুস্কার তুলে দেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ।
পুরস্কার বিতরণ
নাটোর : এস.এস.সি ও এইচ.এস.সি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের সদর উপজেলার মোট ৩৭ জন মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
সম্প্রতি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আসমা শাহীন এই ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
সনদ বিতরণ
ঝালকাঠির রাজাপুরে শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কর্তৃক কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস ২৮ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিমের মোট ৪০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ওমর ফারুক।