রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের পূর্বাচলে পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ সিএনজি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গুতিয়াবো এলাকার সিএনজি চালক আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়াবাড়ী এলাকার ফেরদৌস, আরিফ ও বাদল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, গতকাল সিএনজি চালকরা বিআরটিসি বাস কর্তৃপক্ষের সাথে ঝামেলা হয়। এর জের ধরে সিএনজি চালকরা পূর্বাচলের কাঞ্চন-তিনশো ফিট সড়কে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখেন। এসময় উপ-পরিদর্শক সায়েমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে বিক্ষুব্ধ সিএনজি চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে গেলে বিক্ষুব্ধ সিএনজি চালকরা সায়েম ও বাচ্চু মিয়ার ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় উপ-পরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুর রউফ, কাউসার, ফেরদৌস, আরিফ ও বাদলকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।