মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সোনাপাড়া গ্রামের কৃষকদের ফসলী জমিগুলো মেঘনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ২৩ এপ্রিল বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় সোনাপাড়া গ্রামের নদী তীরবর্তী প্রায় ৩ কিলোমিটার এলাকার ফসলী জমি গুলোর অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মেঘনা ধনাগোদা বেড়ীবাঁধ সংলগ্ন নদী তীরবর্তী ফসলী জমি গুলোর বাকি অংশ যদি এখনই রক্ষার ব্যবস্থা না করা হয়। তাহলে এই এলাকার জমির মালিক ও কৃষকগণ খুব শিগ্রই নিঃস্ব ও অসহায় হয়ে পড়বেন। সোনাপাড়ার কৃষক কাশেম জানান, আমার বড় বড় ৩ টি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর মাত্র একটি জমি আছে ; তাও আবার ভাঙ্গনের কবলে। এখনই যদি আপনারা আমাদের জমি রক্ষার কোন উপায় না করেন, তবে আমার ভিক্ষা করা ছাড়া আর কোন গতি থাকবেনা। একইভাবে দুঃখ হতাশা ব্যক্ত করেন সোনাপাড়ার আজিজ ওমর সহ শত শত কৃষকরা। নদীর গর্ভে বাড়ি হাড়িয়ে জমিন হাড়িয়ে ইতোমধ্যে অনেকেই পথের ভিখারি হয়ে পড়েছেন। ছেলে মেয়ে নিয়ে অনেকেই রাস্তায় আর ফুটপাতে জায়গা করে নিয়েছেন। তাই এই এলাকার তমিজ রমিজরা এখন শংকায় দিন কাটাচ্ছেন। তাদের দাবী সরকার এখনই ব্লক ফেলে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে তাদের ফসলী জমি রক্ষা করে তাদের বেঁচে থাকার নিশ্চয়তা দান করুন।