চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বিএনপি কর্মী মোহাম্মদ আবদুল হাকিম। ঘটনাস্থলে নিহতের গাড়িতে মোট ২২টি গুলির চিহ্ন দেখা গেছে। গাড়িটির সামনের দুটি চাকা ছিন্নভিন্ন হয়ে গেছে। গাড়ির সামনের কাচ ও মূল বডিতে চারটি, বাম পাশের জানালায় ১২টি এবং চালকের পাশের জানালায় ৬টি গুলি করা হয়।
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের সড়কে গতকাল বুধবার দুপুরে গাড়িটি প্রদর্শন করা হয়। পুলিশের এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানিয়েছেন যে গাড়ি থেকে প্রায় ৮ লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ ধারণা করছে, এটি রাজনৈতিক কোন্দল বা ব্যবসায়িক দ্বন্দ্বের ফলাফল হতে পারে।
ঘটনার প্রায় ২০০ মিটার দূরত্বে মদুনাঘাট বাজারে স্থানীয়রা গুলিবিদ্ধ গাড়িটি ঘিরে দাঁড়িয়ে দেখেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। রাউজানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
স্থানীয়রা জানান, হত্যার পর বাজারে মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। স্টিলের আলমারির দোকান মালিক দিদারুল আলম বলেন, তিনি পাশের রেস্টুরেন্টে নাশতা করছিলেন, হঠাৎ তিনজন হেলমেটধারী যুবক একটি প্রাইভেট কার লক্ষ্য করে ১৫–২০ বার গুলি চালান। পরে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যান।
বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে, আবদুল হাকিম দলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবৃতিতে বলেছেন, এটি দুষ্কৃতকারীদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা এবং এতে রাজনৈতিক উদ্দেশ্য নেই। তবে স্থানীয় নেতারা নিশ্চিত করেছেন, হাকিম বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন করেছিলেন।
হামলার সময় আবদুল হাকিমের সঙ্গে থাকা চালক মুহাম্মদ ইসমাইল (৩৮)গুলিবিদ্ধ হন। হাকিম রাউজানের পাঁচখাইন গ্রামের বাসিন্দা, তিনি হারবাল ব্যবসা ও গরুর খামারি হিসেবে ব্যবসায় জড়িত ছিলেন। গত বছর থেকে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসাও করতেন। গতকাল বিকেলে পাঁচখাইন দরগাহ প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। হাকিম ১ ছেলে ও ২ কন্যার পিতা। ভাই মুহাম্মদ পারভেজ বলেন, তার ভাইয়ের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। তিনি হত্যার বিচার ও সন্ত্রাসীদের শাস্তি দাবী করেছেন।
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, হত্যাকা- মাত্র কয়েক মিনিটের মধ্যে সংঘটিত হয়েছে। হামলাকারীরা পেশাদার এবং অস্ত্র চালনায় পারদর্শী ছিলেন। উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্টের পর সহিংসতায় মোট ১৬টি হত্যাকা- ঘটেছে, যার মধ্যে ১২টি রাজনৈতিক হত্যা। এতে অন্তত ৩৫০ জন গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু গ্রেপ্তার সংখ্যা খুবই কম।
স্থানীয়দের দাবি বিএনপি নেতা
চট্টগ্রামে নিহত হাকিমকে
কেন্দ্র বলছে দুষ্কৃতকারী
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলীতে নিহত আব্দুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি। যদিও গত মঙ্গলবার ও গতকাল দলটির স্থানীয় নেতারা হাকিমকে বিএনপি নেতা দাবি করে হত্যার প্রতিবাদে রাউজানে বিক্ষোভ করেছেন।
এদিকে, বুধবার দুপুর ১২টার দিকে রাউজান উপজেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছবি সম্বলিত ব্যানারে হাকিমকে উপজেলা বিএনপি নেতা দাবি করা হয়েছে।
অন্যদিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলীতে নিহত হন। এ সহিংস ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় ধরনের নজির। এ রক্তাক্ত ঘটনা ওই এলাকার জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে। বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। চারদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজমান, যা এ সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না। তিনি বলেন, সহিংস ঘটনাটি সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দুর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকা-। এর সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই।
নিহত ব্যক্তি ও দুষ্কৃতকারীদের কেউই বিএনপির নেতাকর্মী নন। কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন।
জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই দুষ্কৃতকারীরা অপকর্মে মেতেছে উল্লেখ করে রিজভী বলেন, সমাজের অভ্যন্তরে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন নিষ্ক্রিয়। সে কারণে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অবৈধ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায় নি। জনগণ এই অরাজক পরিস্থিতির দ্রুত অবসান দেখতে চায়।
বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এলাকায় আধিপত্যকামী দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।