রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবিকা উন্নয়নে ছাগল ও বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৩০০ পরিবারের মাঝে মোট ৬০০ উন্নতজাতের ছাগল তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, স্বনির্ভরতা বৃদ্ধি, আয় উপার্জনের সুযোগ সৃষ্টি এবং স্থায়ী জীবিকায়ন নিশ্চিত করতেই এই সহযোগিতা প্রদান করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম মাসুদ রানা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- প্রকৌশলী মো. মেহেদী হাসানসহ অন্যান্য অতিথিরা। স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।