জননেতা ডা. মোসলেহ উদ্দীন ফরিদের সাথে চৌগাছা ও ঝিকরগাছা জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে যশোর জেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা গোলাম রসুল। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন ও রেজাউল করিম, যশোর শহর জামায়াতের আমীর মোঃ শামসুজ্জামান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহ-সেক্রেটারি রহিদুল ইসলাম খান, মাস্টার কামাল আহমেদ ও মাওলানা গিয়াস উদ্দিন, চৌগাছা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, চৌগাছা উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাস্টার ইমদাদুল হক, অফিস সম্পাদক মাওলানা শামসুর রহমান, পৌর জামায়াত নেতা ও চৌগাছা কামিল মাদরাসার সহঅধ্যাপক মাওলানা রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।