শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় জেলা গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক মোঃ ইমামুল মোল্লা ৯ নভেম্বর রবিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য পূরণ করে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি মহম্মদপুর উপজেলার ০২ নং বিনোদপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড কলেজ পাড়ার বাসিন্দা। ইমামুল মোল্লা, অনেকদিন ধরে মাগুরা জেলার গণঅধিকার পরিষদের (অর্থ সম্পাদকের) দায়িত্ব পালন করেছেন। ০৯ নভেম্বর রবিবার সকালে তিনি স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিনোদপুর ইউনিয়ন শাখার আমীর সাহারিয়ার সজিবের তত্ত্বাবধানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এর সহযোগী সদস্য ফরম পূরণ করেছেন বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিনোদপুর ইউনিয়ন শাখার পক্ষে থেকে জানানো হয়েছে।