গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রহলাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি ও স্থানীয় মসজিদের ইমাম মো. জুবায়ের আহমেদ বাচ্চু। শনিবার ভোরে ফজরের নামাজে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত জুবায়ের আহমেদ বাচ্চু ভিটিপাড়া পূর্বপাড়া মসজিদের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। ভোরে তিনি নিজের বাড়ি থেকে ফজরের আজান দিতে মসজিদের পথে রওনা দিলে পোতাবাড়ি এলাকার মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের স্কুলের পূর্বদিকে পৌঁছালে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত জুবায়ের আহমেদ বাচ্চু প্রহলাদপুর ইউনিয়নের মৃত মো. হাফিজ উদ্দিনের পুত্র এবং স্থানীয়ভাবে একজন পরিচিত আলেম ও সমাজসেবক হিসেবে সুপরিচিত।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মো. জামাল উদ্দিন ও গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মো. জাহাঙ্গীর আলম। তারা বলেন, একজন জনপ্রিয় আলেম ও দায়িত্বশীল কর্মীর উপর এহেন বর্বরোচিত হামলা গভীরভাবে উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই।
এদিকে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন,
ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্তের পর আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়— অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
তার এই বক্তব্য স্থানীয়ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপে অপরাধীরা আইনের মুখোমুখি হবে এবং শান্ত পরিবেশ ফিরে আসবে।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ, উদ্বেগ ও নিন্দার ঝড় উঠেছে। তবে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ আহ্বান জানিয়েছেন, আইন নিজের হাতে না তুলে শান্তিপূর্ণভাবে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।