চুয়াডাঙ্গা সংবাদদাতা : মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পুনর্বহালসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন এবং স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সদস্যরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ স¤পাদক আকরামুল হক, জামাল উদ্দিন, আব্দুর রহমান, হাফেজ ওসমান গনি, মহিউদ্দীন, আল আমিন হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাসান ইমাম, মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ ওমর ফারুক, মাওলানা গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন, বিল্লাল হোসেনসহ ৫ শতাধিক শিক্ষক।