বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের নির্দেশে অবৈধভাবে উত্তোলিত জব্দকৃত বালি প্রাকৃতিক ছড়ায় ফিরিয়ে দিয়েছে বন বিভাগ।

গতকাল সকাল ১১টায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বাঁশখালী চৌকি, চট্টগ্রাম এর আদেশে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম এর জলদী রেঞ্জের আওতাধীন পুইছড়ি বন বিটে দায়েরকৃত একটি পিওআর মামলায় জব্দকৃত মোট ২১০০ ঘনফুট বালি প্রাকৃতিক ছড়ায় মিশিয়ে দেওয়া হয়।

এ সময় জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, পুইছড়ি বন বিট কর্মকর্তা কামরুল ইসলাম, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন মামলা পরিচালক মো. ইসরাঈল হক, সংশ্লিষ্ট ফরেস্ট রেঞ্জারসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘অবৈধ বালি উত্তোলনের ফলে বনাঞ্চল, প্রাকৃতিক ছড়া ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত বালি প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়েছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন মামলা পরিচালক মো. ইসরাঈল হক জানান, ‘বন ও পরিবেশ সংরক্ষণে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’