মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : মিরসরাইয়ে ২ হাজার টাকা চাঁদা না দেয়ায় যুবদল কর্মীর হাতুড়ি পেটায় এক দিন মজুরে আহত হয়েছে।

গত ৭ আগস্ট উপজেলার সুফিয়া রোড় সুমনের গ্যারেজে এই হামলার ঘটনা ঘটে। আহত দিন মজুরের নাম মোঃ: মোরশেদুল আলম (৩৮)। তিনি মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড নাজির পাড়া আজিজুল হকের ছেলে।

মোরশেদুল আলম জানান, তিনি দিন মজুরের কাজ করে পরিবার চালান পাশাপাশি একজন বিএনপির সমর্থক। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে সুমনের গ্যারেজে পাশে একটি চায়ের দোকানে নাস্তা করতে যান। নাস্তারত অবস্থায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী যুবদল কর্মী ফরিদ তাকে ডাক দেন। ডেকে ২ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় পেছনে লুকিয়ে রাখা হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন ফরিদ। এসময় ফরিদের সাথে অপরিচিত আরো ৪ জন ছিলো। আলম জানান, সন্ত্রাসী ফরিদ বেশ কয়েকটি হত্যা মামলার ফেরারী আসামি। এছাড়া তার বিরুদ্ধে মহাসড়কে ডাকাতি, চুরি, ছিনতাই, মারামারি, মাদক সহ ২০টিরও অধিক মামলা রয়েছে। সে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারি। নুরুল আমিন চেয়ারম্যানের ছত্রছায়ায় সে হতদরিদ্র খেটে খাওয়া মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে। হামলার ঘটনায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে মিরসরাই থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে একটি অভিযোগ রেখে দিয়েছে।

মিরসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়া হবে নিশ্চিত করছি।