গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : গৌরনদী উপজেলার গৌরনদী ও টরকী বন্দরে ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে নগদ টাকা জরিমানা আদায় করা হয়।

সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে টরকী বন্দরের মক্কা ট্রেডার্স-এর মালিককে ১০ হাজার টাকা, গৌরনদী বন্দরের তপন স্টোর-এর মালিককে ৭ হাজার টাকা এবং গৌতম কুন্ড স্টোর-এর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মোঃ হানিফ সরদার অভিযানে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।