DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

বিভিন্ন স্থানে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

শেরপুরের জামায়াতে ইসলামীর নছমপুর ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে নছমপুর উচ্চ বিদ্যালয়ে স্কুলের হলরুমে ওই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Printed Edition
cfdsfds

শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের জামায়াতে ইসলামীর নছমপুর ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে নছমপুর উচ্চ বিদ্যালয়ে স্কুলের হলরুমে ওই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর সদর-১ আসনের গণমানুষের নেতা হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।

জামায়াতে ইসলামী নছমপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা আমির জননেতা মাওলানা মোঃ হাফিজুর রহমান, শেরপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল বাতেন প্রমুখ।

নোয়াখালী

গতকাল ১২ মার্চ, বিকেলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলসমূহের শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ আব্দুস সালাম হল, হযরত বিবি খাদিজা হল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল, জুলাই শহিদ স্মৃৃৃতি ছাত্রী হল এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে এ ইফতার অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি হল প্রশাসনসমূহ বুধবার (১২ মার্চ ২০২৫) এ ইফতার, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে পো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার বক্তব্য রাখেন। এসময় নোবিপ্রবি বিভিন্ন হলের প্রভোস্ট, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ময়মনসিংহের বেকার ও সমস্যাগ্রস্ত সাংবাদিকদের মাঝে খাদ্য সহায়তা ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা। সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি ২০ জন সাংবাদিকের হাতে খাদ্য সহায়তা ইফতার ও ঈদ উপহার তুলে দেন। এসময় ময়মনসিংহে কর্মরত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বোদা (পঞ্চগড়)

পঞ্চগড়ের বোদা উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সফিউল্লাহ্ সুফী, উপজেলা জামায়াতের আমির জাহিদুর রহমান, সদর ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারি সহ ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

খোকসা (কুষ্টিয়া)

বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকসা উপজেলা শাখার উদ্যোগে গত বুধবার (১২/০৩/২৫) ইং, খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খোকসা উপজেলা সহকারি সেক্রেটারি এম সাইফুল ইসলাম সঞ্চালনায় উপজেলা আমীর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেরেটারি মাওলানা মোঃ আইনুদ্দিন খোকসা সরকারি কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ওয়াজেদ বাঙালী প্রমুখ।

তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাসে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডাব্লিউ.এফ) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাতাকান্দি বাজার সংলগ্ন বিসমিল্লাহ কিমিউনিটি সেন্টারে উপজেলা আই.বি.ডাব্লিউ.এফ এর সভাপতি মুহাম্মদ ছবির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আই.বি.ডাব্লিউ.এফে’র কুমিল্লা উত্তর জেলা শাখা’র সভাপতি এ্যাড. মো: আবদুল আউয়াল।

কাজিপুর (সিরাজগঞ্জ)

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কাজিপুর মহিলা কলেজে। বুধবার বাদ যোহর থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজীপুর উপজেলা শাখার আমির মোঃ জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নাসির উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ শহর শাখার আমির অধ্যাপক আব্দুল লতিফ। বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা শাহিনুর আলম, কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হাসান মনসুর প্রমুখ। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক আরমান হোসেন।

গাইবান্ধা

গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজারে জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

গাজীপুর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান আজাদ।

মতবিনিময় সভায় অংশ নেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুটু, সেক্রেটারি শাহ সামসুল হক রিপন, সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সাবেক সভাপতি নাসির আহমেদ, সাংবাদিক বেলাল হোসেন, মোঃ আজিজুল হক প্রমুখ।

ফেনী

এনডিএফ(ন্যাশনাল ডক্টরস ফোরাম) ফেনী জেলা শাখার উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল শহরের গ্রান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডাঃ মো শহিদুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এনডিএফের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোঃ আমিনুল হক, মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোঃ রুবাইয়াত বিন করিম, নোয়াখালী মেডিকেল কলেজের মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এমএ হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ ফজলুল হক লিটন, ফেনীর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী, জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। সঞ্চালনায় ছিলেন কার্ডিওলজিস্ট ডাঃ আজিজুর রহমান মজুমদার।

জামালপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জামালপুরের বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী।

গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলা জাছাত্রায়াতের মহিলা শাখা কতৃক আয়োজিত। মাহে রমযানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতি বার সকালে আলহেলাল একাডেমীতে গৌরনদী উপজেলা আমীর মাওলানা আল আমীন এর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশাল ১ আসনের(গৌরনদী-আগৈলঝাড়া) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রাপ্ত ও বাংলাদেশ মজলিসে মুফাছ্ছিরিন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বরিশাল বিভাগীয় ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান, সভায় জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারিয়েট নিলু বেগমের সন্ঞালনায় গৌরনদী উপজেলা ও পৌরসভা সকল ইউনিটের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

ঝালকাঠি

ঝালকাঠিতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি শহরের ফায়ার মোড়স্থ বার্গার ল্যাবে জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে ও নায়েবে আমির এডভোকেট মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝালকাঠি -২ আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শেখ নেছাত্রুল করিম। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু,

গাজীপুর

গাজীপুরে এক ব্যতিক্রমী আয়োজনে বিএনপির গণইফতার মাহফিল ও ৩১ দফা বাস্তবায়নের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর প্রাণকেন্দ্র ২৮ নম্বর ওয়ার্ডের উত্তর রাজবাড়িতে বিএনপির উদ্যোগে গণইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। সভার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, এবং সঞ্চালনায় ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান রেজা।

চকরিয়া

চকরিয়ার ডুলাহাজারা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ডুলাহাজারা ইউনিয়নের হতদরিদ্র দেড় শতাধিক পরিবারের মাহে রমযান উপলক্ষে মানবিক সহায়তা “রমাদান ফুড প্যাক” বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, উপদেষ্টা কামাল উদ্দিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকা, সাবেক চেয়ারম্যান আবু হানিফ মোহাম্মদ নোমান (আপেল), সাঈদ হোসেন প্রমুখ।

পত্নীতলা (নওগাঁ)

নওগাঁ জেলার পত্নীতলা থানার অন্তর্গত কৃষ্ণপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হয়েছে। বুধবার শুভরাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা: আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাবেক আমীর মাওলানা মুহাম্মদ শামসুল আলমের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামায়াত মনোনীত (পত্নীতলা- ধামুরহাট) নওগাঁ-২ আসনের সংসদ সদস্য পদ প্রাথী ইঞ্জিনিয়ার মো:এনামুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা সাবেক সফল ভাইস-চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে দুলালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন পাঠ করেন হাফেজ মাজহার। এতে দুলালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি মোঃ শফিকুর রহমান মৈশান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ফরিদ উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক।

নালিতাবাড়ী (শেরপুর)

বাংলাদেশ জামায়েত ইসলামী নালিতাবাড়ী পৌর শহরের ৩নং ওয়ার্ডে ইউনিটের উদ্যোগে গড়কান্দা সিএনজি, স্টেশন মসজিদ মনোয়ারার পাঙ্গনে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক মোস্তাক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ আসনের এমপি প্রার্থি মু. গোলাম কিবরিয়া (ভিপি)।

উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবছার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, প্রিয় অতিথি আলহাজ্ব মাওলানা সাইয়েদুল হক, পৌর আমির মোঃ হেলাল উদ্দিন, সেক্রেটারি মোঃ আঃ মোমেনসহ পৌর শহরের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, মৌলিক নাগরিকসেবা এবং জনজীবনে নিরাপত্তা প্রদান করা সরকারের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালন প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে এবং সন্ত্রাস প্রতিরোধে আপামর জনসাধারণ, ছাত্র ও শ্রমিকজনতা প্রশাসনকে সহায়তা করতে প্রস্তুত। অতএব, আমরা আহ্বান জানাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন। সন্ত্রাস, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে আইনের বিচারের মুখোমুখি করুন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর থানা-সেক্টর দায়িত্বশীল সম্মেলন ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত কথা বলেন। নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল ইসলাম মাহাবুবের সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, বিশেষ অতিথি ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মো. বদরুদ্দোজা লস্কর।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল রিপনস।

সীতাকুণ্ড (চট্টগ্রাম)

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড লালবাগ এলাকায় যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল ও ইকামতের দিনের তাৎপর্য আলোচনা অনুষ্ঠান স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের আমীর কাজী জাহেদ ইমাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মনোয়ার হোসেন সোহেল ও সেক্রেটারি ইন্জি:সবুজ এর যৌথ সঞ্চালনায়

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা সদস্য উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মু.কুতুব উদ্দিন শিবলী।

উপজেলা জামায়াতের শিল্প ও বানিজ্য বিভাগের সহকারী নুরুল ইসলাম ভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার সর্ব স্তরের জনশক্তি উপস্থিত ছিলেন।