চট্টগ্রাম বন্দরে দাহ্য ও রাসায়নিকজাত পণ্যের কারণে সম্ভাব্য অগ্নিকা- ও বিস্ফোরণের ঝুঁকি এড়াতে ১৫ ধরনের বিপজ্জনক পণ্য আর বন্দর শেডে রাখা যাবে না। এসব পণ্য এখন থেকে সরাসরি খালাস করতে হবে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) বা অফডক থেকে। এ নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সম্প্রতি এনবিআরের পক্ষ থেকে চট্টগ্রাম কাস্টম হাউসকে পাঠানো এক নির্দেশনায় বিষয়টি জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কাস্টমস সূত্রে জানা গেছে, বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে দাহ্য ও কেমিকেলজাত পণ্য জমে থাকায় অগ্নি ও বিস্ফোরণের উচ্চ ঝুঁকি তৈরি হচ্ছিল। সেই ঝুঁকি এড়াতেই বিপজ্জনক এসব পণ্য সরাসরি অফডকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, “বিপজ্জনক পণ্য যদি দ্রুত খালাস না হয়, তাহলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। সে কারণেই আমরা এসব পণ্য দ্রুত অফডকে পাঠিয়ে দিচ্ছি।” এদিকে, বেসরকারি অফডক মালিকদের সংগঠন ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছে। সংগঠনটির মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, “বন্দর থেকে পণ্য দ্রুত খালাস হলে রফতানি কার্যক্রম গতিশীল হবে এবং বন্দরের ওপর চাপ কমবে।” তবে এ সিদ্ধান্তে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে মনে করেন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম। তিনি বলেন, “সব অফডকে বিপজ্জনক পণ্য সংরক্ষণের উপযুক্ত যন্ত্রপাতি ও অবকাঠামো নেই। এভাবে পণ্য পাঠানো হলে অনেক আমদানিকারক বিপাকে
পড়তে পারেন।”