স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী পূবাইল থানা শাখার উদ্যোগে জুলাই যোদ্ধা শহীদ ওসমান শরিফ হাদীর স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পূবাইলের মিরের বাজার এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তার আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা জামায়াতের আমীর আশরাফ আলী কাজল এবং সঞ্চালনা করেন হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ ওসমান শরিফ হাদি আমাদের মাঝে আর ফিরে আসবেন না, কিন্তু তিনি যে আদর্শ, সাহস ও বার্তা রেখে গেছেন তা যুগ যুগ ধরে দেশপ্রেমিক মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আরো বলেন, হাদীর তেজোদীপ্ত ও জ্বালাময়ী কণ্ঠ ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। 'এতো রক্ত, এতো জীবন দেওয়ার পরও কি আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো না'—এই প্রশ্ন আজও আমাদের বিবেককে নাড়া দেয়।
তিনি আরও বলেন, ওসমান হাদি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি মানুষকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তারাই মূলত ওসমান হাদীর কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছে। বাস্তবে হাদিকে নয়, তারা দেশের প্রতিটি স্বাধীনচেতা মানুষকেই আঘাত করেছে।
তিনি বলেন, আজ তরুণ সমাজের মুখে মুখে যে স্লোগান উচ্চারিত হচ্ছে-আমরা সবাই হাদি হবো-এটি প্রমাণ করে, শহীদের আত্মত্যাগ বৃথা যায়নি। এই চেতনা আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রামে তরুণদের আরও দৃঢ় ও সাহসী করে তুলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ খান, ৪০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কাশেম জাকির, পূবাইল থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইকবাল মাহমুদ, পূবাইল থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হকসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া অনুষ্ঠানে শহীদ ওসমান শরিফ হাদীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও মজলুম মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।