মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে টহল পুলিশ।
সম্প্রতি বারৈয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর সোনাপাহাড় মাঈনুদ্দিন পেট্রোল পাম্প এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপপরিদর্শক হান্নানের নেতৃত্বে পুলিশের টহল চলাকালীন গোপনে সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। গোপন তথ্য জানা যায়, সোনাপাহাড় মঈন উদ্দিন পেট্রোল পাম্পের পিছনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে খোলা জায়গায় ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছে। তারা আশপাশে ডাকাতির পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে । ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টহল দল ডাকাত দলের আসামি ইকবাল হোসেন প্র. হাসান (৩৫), শরীফুল ইসলাম সম্রাট প্র. মো. সম্রাট (২৫) ও মো. রিফাতদের (২৫) ডাকাতির সরঞ্জামসহ আটক করতে সক্ষম হয়। এ সময় অজ্ঞাতনামা ৮/১০ ডাকাত অন্ধকারে দিগি¦দিক দৌড়ে পালিয়ে যায়।